• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

পরিবর্তন হচ্ছে মহিলা ক্রীড়া সংস্থার নাম

রিপোর্টার : / ২৬২ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নাম পরিবর্তন করে সুলতানা কামাল মহিলা ক্রীড়া ফাউন্ডেশন করা হচ্ছে। এ সংক্রান্ত সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে ধানমন্ডির আবাহনী মাঠের পূর্ব পাশে বাস্কেটবল খেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এতে কমিটির সদস্য প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, এ এম নাঈমুর রহমান, জাকিয়া তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১