• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তেমিউ’র পদত্যাগ

রিপোর্টার : / ২৬৫ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

চলমান সমালোচনা এবং অবিশ্বাসের কারণে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমিউ পদত্যাগ করেছেন। পুরো বোর্ডও তাদের পদ থেকে সরে গেছে।

বার্সেলোনার ৮-২ চ্যাম্পিয়ন্স লিগের বায়ার্ন মিউনিখের বিপর্যয়ের পরে লিওনেল মেসির শোকের পরপরই ক্লাবটি ছাড়ার জন্য বেশ কয়েক মাস ধরে সমালোচনা চলছিল। এর জেরেই বার্তেমিউর এই সিদ্ধান্ত এসেছে।

বার্সেলোনার প্রেসিডেন্টের আগামী বছর আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ করার কথা ছিল। মার্চে নির্বাচনের আগেই ক্লাবের সদস্যরা বার্তেমুকে তাত্ক্ষণিকভাবে বের করে আনার প্রয়াসে অনাস্থার ভোট চেয়েছিলেন। ভোটে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৬ হাজার ২৫০ স্বাক্ষরের দ্বার পেরিয়ে বার্তোমুয়ের বিরুদ্ধে এই প্রস্তাবটির জন্য মোট ২০ হাজার ৬৮৭ ভোট সংগ্রহ করা হয়েছিল।

এদিকে বার্তেমিউ ও বার্সা বোর্ড বারবার ভোট স্থগিত করার চেষ্টা করেছিল। তবে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এটি মেনে নেয়নি। এর ফলে আগামী কয়েক সপ্তাহ পর ভোট হওয়ার কথা ছিল। তবে বার্তোমিউ এবং বোর্ডের পদত্যাগের কারণে এখন আর ভোটের প্রয়োজন পড়বে না।

মূলত জোয়ান ল্যাপার্টার সভাপতিত্বকালে বার্সায় যোগ দিয়েছিলেন বার্তেমিউ। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এদিকে চলতি মৌসুমের আগেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। তবে তার এ ইচ্ছায় বাঁধা হয়ে দাঁড়ান ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তেমিউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১