• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

রিপোর্টার : / ১৯৮ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

প্রাণঘাতী করোনায় এখনও বিপর্যস্ত পুরো বিশ্ব। কয়েকমাস থমকে থাকার পর পুনরায় বিশ্ব স্বাভাবিক হওয়া শুরু করলেও থামছে না করোনার প্রকোপ। এমনকি ইউরোপে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফলে এরই মধ্যে ইউরোপের বেশ কিছু দেশে সতর্কতা জারি করা হয়েছে।

কয়েক মাস স্থগিত থাকার পর মাঠে ফিরেছে ফুটবল খেলা। ফাঁকা গ্যালারিসহ বেশকিছু সতর্কতা অবলম্বন করে মঠে গড়াচ্ছে ফুটবল ম্যাচ। তবে এরই মাঝে নতুন দুঃসংবাদ শুনল ফুটবল বিশ্ব। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিফার পক্ষ প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়েছে, ‘৫০ বছর বয়সী ইনফ্যান্তিনোর শরীরে কিছু লক্ষ্মণ দেখা গেছে। পরে টেস্ট করে দেখা গেছে তিনি কোভিড-১৯ পজিটিভ। নিয়ম অনুযায়ী নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি এবং অন্তত আরও ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর সংস্পর্শে যারা এসেছেন গত কিছুদিনে, তারা যেন বিষয়টা অনুধাবনের চেষ্টা করে এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফিফা আশা করছে, খুব দ্রুত প্রেসিডেন্ট করোনা ভাইরাস থেকে সেরে উঠবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১