প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রে ক্ষমতার বদল হয়েছে। শনিবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। বিদায় নিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে যতটা সমালোচিত হয়েছেন, তার চেয়ে বেশি হাসির খোরাক জুগিয়েছেন তিনি। নির্বাচনে পরাজয়ের পর তাকে নিয়ে টুইট করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।
ট্রাম্পকে মিস করবেন বলে এক টুইট করেছেন শেবাগ। নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্টের হারের পর তাকে ‘চাচা’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আমাদেরটা এখনও একই আছে। ট্রাম্প চাচার কমেডি মিস করবো।’ শুধু শেবাগ নয়, ট্রাম্পের বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় ক্রীড়াঙ্গনের আরও অনেকে সরব ছিলেন।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন লিখেছেন, ‘টুইটার কি এখন ট্রাম্পের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে?’ আমেরিকান নারী দলের ফুটবলার মেগান র্যাপিনয় লিখেছেন, ‘বলে বুঝাতে পারবো না কমলা হ্যারিস ও কৃষাঙ্গ নারীর জন্য কতটা ঐতিহাসিক ব্যাপার। বিশ্বের সব দক্ষিণ এশিয়ান নারী ও আমেরিকানদের জন্যও এটা অসাধারণ ব্যাপার। আর যেন পেছনে ফিরে না তাকাতে হয়।’
মেয়েদের ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবেক আমেরিকান তারকা মার্টিন নাভ্রাতিলোভা লিখেছেন, ‘আজকের দিনটা ছিল সেরা। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। আজ রাতে আমাদের ভালো ঘুম হবে, অনেকেই খুব আরামে ঘুমাবে।’ কোর্টের চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে স্বস্তির নিশ্বাস ফেলেছেন আরেক টেনিস তারকা ক্রিস এভার্ট, ‘জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। এবার আইন শৃঙ্খলা ফিরতে যাচ্ছে।’