রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
রাশেদ চৌধুরী অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তাকে বারবার ফেরত চাওয়া হলেও এতে সাড়া দেয়নি দেশটি।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। আমরা আশা করি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী মার্কিন প্রশাসন কাজ করবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা কোনো খুনিকে মার্কিন নতুন প্রশাসন আাশ্রয় দেবে না, বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে।
এ সময় মিয়ানমারের নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেই ক্ষমতায় আসবে, রোহিঙ্গা সঙ্কট সমাধানে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি।