• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক দেখছে বাংলাদেশ

রিপোর্টার : / ৩২২ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন কিছু বিষয়ে সম্পর্ক তৈরি হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার সাংবাদিকদের সঙ্গে পৃথক আলাপকালে তারা এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় থাক, হোয়াইট হাউজে যিনিই আসেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ ব্যক্তি বিশেষের ওপর (আমেরিকার) পররাষ্ট্রনীতি নির্ভর করে না।

তিনি বলেন, অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। রাজনৈতিকভাবে খুব ভালো অবস্থানে আছি। কারো সঙ্গে শত্রুতা নেই। সবাই আমাদের বন্ধু।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। আমি মনে করি, আরো কিছু কমন গ্রাউন্ডে আরো গভীরভাবে কাজ করার সুযোগ হবে। ভৌগলিক অবস্থানকে ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নেয়াই শেখ হাসিনার পররাষ্ট্রনীতি।

অপর এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ভালো-মন্দ সবকিছুতে আছে। বাইডেন সাহেব জলবায়ু নিয়ে সোচ্চার, অভিবাসী সম্পর্কেও সোচ্চার। সুতরাং প্লাস-মাইনাস আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১