০৯ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্ট
রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে খিলক্ষেত এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেন জানান, কমলাপুরগামী ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়েছিলেন ওই যুবক। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও চেক টি-শার্ট। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা রেলওয়ে থানাকে এ বিষয়ে জানানো হয়েছে।