মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে”। আজ রোববার (১৭ই মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচিতে ছিল, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, স্ব – স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়মা রহমান, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম সিকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম সহ অন্যরা।