১১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় ভাওরখোলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যাপক মোঃ আব্দুল জলিল এর স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার ভাওরখোলা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক বড়কান্দা ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ভাওরখোলা ইউনিয়নের বিএনপির সভাপতি ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলার স্থপতি সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল আলম। মহসিন মেম্বার এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লিটন আব্বাসী, ভাওরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন, আওয়ামিলীগ নেতা সেলিম মিয়া প্রমুখ। এ সময় বক্তারা মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া ও স্বৃতিচারণ করে বক্তব্য রাখেন।