১ অক্টোবর ২০২১,আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার :
মেঘনা উপজেলায় মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে লুটের চর ইউনিয়নের মোহাম্মদ পুর এলাকায় জসিম উদ্দিন মার্কেটের রুবেল টেলিকম দোকানে এ চুরি হয়। দোকানের মালিক মোঃ রুবেল জানান চালের টিন কেটে দোকানে প্রবেশ করে ৪০ টি মোবাইল ফোন, নগদ অর্থ সহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে আরও বলেন ঘটনার বিষয়ে আমরা জোর দিয়ে দেখছি, এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।