১৪ ডিসেম্বর ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। “বিট পুলিশিং এর জোয়ারে পুলিশ যাবে আপনার দূয়ারে” এই শ্লোগানে মেঘনার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর গ্রামে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। কথা সাহিত্যিক এডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। ৪নং চালিভাঙ্গা বিট পুলিশিং আয়োজিত উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাষ্টারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ছমিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার,মেঘনা থানা পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লতিফ সরকার, বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, জয়নাল ভান্ডারী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি কামরুজ্জাম সালাম, এডভোকেট কামরুজ্জামান, বিট পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ মিলন সরকার, প্রমুখ।