২৪ জুন ২০২২ ইং আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক
মেঘনার গোবিন্দ পুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দড়িকান্দি দক্ষিন পাড়া বালু মাঠে এ সম্মেলন হয়।
(বিজ্ঞাপন)
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেছেন। গোবিন্দ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
(বিজ্ঞাপন)
গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.বজলুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আব্দুল আউয়াল, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আ : সালাম, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম আহমেদ প্রমুখ।