১১জানুয়ারি ২০২৩,আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক, মেঘনা।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ১৫ কেজি গাজা সহ তিন জন কে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। গতকাল ১০ জানুয়ারি বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮০ মিটার ব্রীজে রূপান্তর বাস সার্ভিস পরিবহনের যাত্রীবেশে থাকা আসামীদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ছমিউদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের বড় পাশা এলাকার সুমন (২৫) সোনারগাঁও থানার নোয়াপুর এলাকার সেলিনা বেগম (২৪) রাজধানীর সবুজবাগ থানা বাসাবো এলাকার শিরিন আক্তার(২৭)। থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন সঙ্গীয় ফোর্স উপ পরিদর্শক আহম্মেদ মোর্শেদ, সালাহউদ্দিন , নাজির হোসেন , সাইফুল ইসলাম, উজ্জল অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়।ওসি বলেন আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..