২২মার্চ ২০২২ ইং, আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৭৪ ‘টি পরিবার। ২২ মার্চ ( বুধবার) সারাদেশের ন্যায় মেঘনা উপজেলায়ও এ ঘর উদ্বোধন করেছেন ভার্চ্যুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম , মুক্তিযোদ্ধা বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক সহ অন্যরা। প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর পেয়ে উপকার ভোগীদের উচ্ছ্বসিত দেখা গেছে।