২৯ আগষ্ট ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের স্বাস্থ্যের খুঁজ খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম। আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) তিনি এ খুঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়মা রহমান। উল্লেখ্য গত ২৭ আগষ্ট উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর এলাকায় সন্ধ্যায় আকস্মিক শিয়াল ক্ষিপ্ত হয়ে ঘরে ও বাইরে প্রবেশ করে ৮ ব্যক্তিকে কামড়ায় ।