শাহারুখ আহমেদঃ সোমবার ৩১ আগষ্ট ২০২০ তারিখে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালি বরাত শোক বার্তা নিশ্চিত করা হয়।
উক্ত শোক বার্তায় প্রয়াত প্রণব মুখার্জী-এর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
গত ৮ই আগস্ট নিজ বাসভবন রাজাজিতে টয়লেটের মেঝে পরে গিয়ে গুরুতর আহত হন প্রনব মুখার্জী, তৎক্ষনাৎ দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মস্তিষ্কে রক্তক্ষরন হওয়ায় ৯ই আগস্ট চটজলদি মস্তিষ্কে অস্র চালানো হয়, তারপর থেকেই তিনি গভীর কোমা আচ্ছন্ন হয়ে পরেন এবং ১০ই আগস্ট কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ ছিলো বলে জানায় চিকিৎসকরা। এরপর থেকেই প্রবীন এই রাজনীতিবিদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, অবশেষে ৩১শে আগস্ট সোমবার বিকেলে প্রনব মুখার্জীর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বরাত তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়।
শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রণব মুখার্জীর মৃত্যুতে উপমহাদেশে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হলো। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, আদর্শবান ও অতুলনীয় মানবিক গুণের অধিকারী। প্রণব মুখার্জী ছিলেন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। গণমানুষের ভালোবাসায় সিক্ত প্রণব মুখার্জী বার বার নির্বাচিত হয়ে ভারতের প্রতিরক্ষা, অর্থনীতি, পরিবহন, শিল্প ও বাণিজ্য সহ সার্বিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কল্যাণমুখী রাজনীতিতে অনুকরণীয় হয়ে থাকবেন।
এছাড়া তিনি আরো বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি প্রয়াত প্রণব মুখার্জী ছিলো গভীর অনুরাগ। বন্ধু প্রতিম ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে প্রণব মুখার্জী অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রণব মুখার্জীর মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।
ভারতের প্রবীন এই রাজনীতিবিদের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আরও শোক প্রকাশ করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।