৬ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
বিপ্লব সিকদার :
চিরচেনা সেই গানের লাইন দিয়ে শুরু করছি “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” স্রস্টার সৃষ্টির কোন বিপদে পাশে থাকবে সৃষ্টির সেরা জীব মানুষ এটাই স্বাভাবিক। আজকাল যদিও মানুষ মানবিকতা বিবর্জিত সমাজে যান্ত্রিক জীবন যাপনে ঝুঁকে ভুলে যাচ্ছে সহমর্মিতা, ক্ষমা করে দেওয়া।,, আস্থাহীনতা, বর্বরোচিত, অসভ্যতা লাগামহীন। এর পরেও মানবিকতা বেচে আছে কিছু মানবিক মানুষের হৃদয়ে, যার উপর ভর করে মানবাধিকার কর্মী পরিচয়, অসংখ্য গুণী, ও মানবতার মা বিভিন্ন উপাধিতে দেদারসে মানুষের মাঝে হাক ডাক দিয়ে চালিয়ে যাচ্ছি। যাদের নিয়ে লেখাটি তারা কোন অর্থ, সভা, সেমিনার, পূর্ব পরিকল্পনা ছাড়া কোমলমতি প্রাথমিক শিক্ষার্থীদের ছোট একটি তাৎক্ষণিক সহযোগিতা করেছে আজকের দিনে এসে বিরল মানবতার দৃষ্টান্ত নয় কি? গতকাল মঙ্গলবার মেঘনা উপজেলার মাতাবের কান্দি গ্রাম সংলগ্ন খানাখন্দ সড়কে ভ্যানগাড়ি দিয়ে শিশুদের খেলনা সহ প্লাস্টিকের সামগ্রী ফেরি করে বিক্রি করতে যাচ্ছিলেন মাতাবের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি এলে ভ্যানগাড়ি টি উল্ট হয়ে ভ্যানগাড়ি থেকে মালামাল পারে গিয়েছে এমন একটি ভিডিও সহ স্থানীয় সাংবাদিক আলম শাহ পোস্ট করেছেন তার ফেসবুক ওয়ালে। ফেরিওয়ালা গাড়ি সামলাতে পারছিল না মালামাল গুলো পরে ছড়িয়ে ছিটিয়ে যায়। তাৎক্ষণিক বিদ্যালয়ের কোমল মতি শিশু শিক্ষার্থীরা দৌড়ে এসে ফেরিওয়ালার পাশে দাড়িয়েছে। সহযোগিতার হাত বাড়িয়েছে। সবাই মিলে পরে যাওয়া মালামাল ভ্যান গাড়িতে তুলে দিয়েছেন। ফেরিওয়ালা ভেজায় খুশি । এই মালামাল গুলো নষ্ট হলে অনেক লস হয়ে যেত পরিবার নিয়ে চলতে কিছু সময়ের জন্য হলেও কষ্ট হতো। এই মানুষিকতা টা কোমল মতি শিশুশিক্ষার্থীদের মাথায় কাজ করেছে ভাবলে অনেক কিছু। কারন ওরাই আগামীর ভবিষ্যত, দেশ ও জাতি গঠনে মানবিকতা চর্চার প্রতিফলন ঘটাতে পারলেই একটি আদর্শ সমাজ গড়ে উঠবে।দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মানবিকতা সামাজিক মূল্যবোধের চর্চার সুফল ও দ্বায় দায়িত্ব নিয়ে প্রতিদিন অন্তত ১০ মিনিট শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করলে একদিন সোনার বাংলাদেশটা অসংগতি হীন রাষ্ট্র গঠনে অপরিসীম ভুমিকা পালন করবে।
লেখক -সাংবাদিক।