• মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

উপজেলা নির্বাচন: নির্বাচন একটি প্রতিযোগিতা এতে হার -জিত থাকবে : মিয়া মোহাম্মদ দাউদ

রিপোর্টার : / ৫৪ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

সুদুর প্রবাস আমেরিকা থেকে কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইনক’র সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ। মেঘনা উপজেলার এক সন্তান মাতৃভূমির মায়ায় জড়িয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ও অধিকার নিয়ে নিজস্ব ফেসবুক ওয়ালে একটি মতামত লিখেছেন। যে লেখায় ফুটে উঠেছে এত দূরে থেকেও যেন মেঘনার মাটিতে মিশে আছেন। বনফুল নিউজ লেখাটি সমসাময়ীক মেঘনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ মনে করেছে। তাই লেখাটি প্রসারের জন্য হুবহু তুলে ধরা হলো —

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় মেঘনাবাসী , লেখার শুরুতে আপনাদেরকে জানাই , পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা, রমজান আমাদের কে সহনশীল হওয়ার শিক্ষা দেয়। আমি একজন প্রবাসী আমার মন এবং মগজে সব সময় মেঘনার মাটি এবং মানুষের জন্য মন কাঁদে, মেঘনার আলো বাতাস এবং সহজ সরল মেঘনার মানুষের কথা ভেবে দিনাতিপাত করি । আত্ম মানবতার তরে কিছু করার তাগিদ অনুভব করি।
আসন্ন উপজেলা নির্বাচনে হয়তো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনেকই নির্বাচন করবে। এরা কোন না কোনভাবে আমাদের একে অপরের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ । একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিটা প্রার্থীর একটি নির্বাচনী ইশতেহার থাকা জরুরী ।
নির্বাচন একটি গনতান্ত্রিক প্রক্রিয়া । এ প্রক্রিয়ায় রাষ্ট্র এবং সমাজে নেতা নেত্রী নির্বাচিত হয়। আসন্ন মেঘনা উপজেলা নির্বাচনে যারা প্রতিযোগিতা করবে সবাই আমাদের আপন এবং মেঘনার সন্তান। প্রতিযোগিতায় সবাইকে সমর্থন করা যায় না। সমর্থন করতে হবে একজনকে । কে কাকে সমর্থন করবে এটা প্রত্যেকের ব্যক্তিগত অভিমত ও গনতান্ত্রিক অধিকার। এ অধিকার ক্ষুন্ন করা কারো উচিত নয় । সম্মানিত এক ভাই আসন্ন নির্বাচনে দিলারা শিরিন আপার পক্ষে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ । এটা তার সাংবিধানিক অধিকার । আমি ওনার নাম উল্লেখ করে সামাজিক ভাবে ওনাকে হেয় করতে চাই না । কিন্ত উনি লিখেছেন , যারা দিলারা শিরিন আপার বিপক্ষে অবস্থান নিবে, তারা জনগণের ভাল চায় না এবং নিজের স্বার্থ হাসিলে গাদ্দারি করবে , এটা খুবই দুঃখজনক । এমন বক্তব্যে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন একটি প্রতিযোগিতা , এতে কেউ হারবে কেউ জিতবে এটাই স্বাভাবিক । পরিশেষে আমরা সবাই এক । যে জিতবে আমরা ফুলের মালা দিয়ে বরন করে নিব , দেশের স্বার্থে সবাই মিলেমিশে কাজ করব । নির্বাচনকে কেন্দ্র করে , হিংসাত্বমূলক বিদ্বেষ পূর্ন বক্তব্যে থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দিলারা শিরিন, নাসরিন সুলতানা , গাজী মিতু জাহান, হালিমা শিমু আরো যারা প্রতিযোগিতায় অংশ নিবেন সবাই আমারা কোন না কোন সূত্রে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ । সবাই আমাদের আপন , সবাই মেঘনার সন্তান । আমার এ লেখায় কোন ভুল ত্রুটি থাকলে বা কারো মনে কস্ট হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । সকলের প্রতি সন্মান, শ্রদ্ধা, ও ভালবাসা রেখে “আল্লাহ হাফেজ”।

সুভেচ্ছান্তে,
মিয়া মোহাম্মদ দাউদ।
সভাপতি,
কুমিল্লা সোসাইটি অব ইউ
এস এ ইনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১